Donate Us!


২০১৫ এর নভেম্বর থেকে শিশু-কিশোরদের জন্য উন্নত বই তৈরি করার কার্যক্রম দিয়ে আমাদের প্রজেক্টের যাত্রা শুরু হয়েছিল। এরপর আমরা থেমে থাকিনি। শিশু-কিশোরদের মননের দ্বার খুলে দেবার জন্য আমরা একের পর এক উপহার দিয়েছি জনপ্রিয় সব বই। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লেখকদের লেখা শিশু-কিশোর উপযোগী বই আমরা পরম যত্নে ডিজিটালাইজড করেছি। এখন পর্যন্ত আমরা ২০০ এর অধিক বই উন্নত ও আধুনিক ফরম্যাটে যেকোনো ডিভাইসে পড়ার উপযোগী করে তৈরি করেছি। এবং প্রতিদিন কোনো না কোনো বই সাইটে আপলোড হচ্ছে। আমাদের উদ্দেশ্য একমাত্র শিশু-কিশোরদের বই পড়তে উৎসাহিত করা। কেননা আমরা বিশ্বাস করি, কিছু ভালো বই-ই একজন মানুষকে প্রকৃত মানুষ রূপে সমাজে প্রতিষ্ঠিত করে। 

শিশু-কিশোরদের এই সাইটের লক্ষ্যমাত্রা হলো সাইটে অন্তত ৫০০০টি ভিন্ন ভিন্ন বয়সের শিশু ও কিশোরদের উপযোগী বই যুক্ত করা। বর্তমান সময় থেকে এখনও আমাদের লক্ষ্য অনেকটা দূরে, তবে সেটা স্বপ্নের চেয়ে দূরে নয়। আমরা বেশ কিছু উদ্যমী মানুষদের নিয়ে এই প্রজেক্টকে যথাসম্ভব দ্রুত এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছি।

কিন্তু দুঃখের বিষয় হলো প্রতিটি মানুষের জীবনে তার সময়ের মূল্য আছে। দ্রুত বর্ধমান দ্রব্যমূল্যের বাজারে এখন কেউ আর অযথা সময় নষ্ট না করে সবাই সময়ের মূল্য খোঁজে। এতদিন স্বেচ্ছায় কিংবা নিজের পকেটের টাকা খরচ করে আমরা এই প্রজেক্টকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছি। কিন্তু অর্থ সংকুলান না হওয়ার কারণে শুধু আমার (শিশির শুভ্র) পক্ষে এই প্রজেক্টকে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। তাই আপনাদের সকলের সহযোগিতা কাম্য। আপনারা যারা শিশু-কিশোরদের সাইটের নিয়মিত ভিজিটর এবং শুভাকাঙ্ক্ষী, তারা যদি একটু একটু করে অর্থ সহযোগিতা করেন তাহলে প্রাপ্ত অর্থ নিয়ে আমরা খুব সহজেই দক্ষ লোকদের দিয়ে আরও বই তৈরি করিয়ে নিতে পারি। এছাড়া আমরা যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি তারা তো বই তৈরি করছিই।

মূল কথা : বর্তমানে সাইটে বইয়ের সংখ্যা ২০০ এর অধিক। আমাদের লক্ষ্য আগামী এক বছরের মধ্যে আরো ৩০০টি বই যুক্ত করা। আর এর জন্য অন্তত ১ লক্ষ টাকার প্রয়োজন। ১ লক্ষ টাকা হলেই আমরা অন্তত আগামী ১০ মাস ধরে শিশু-কিশোর প্রজেক্টের জন্য যারা বই তৈরি করেন তাদের সম্মানী দিতে পারব। আমাদের অনুদান সংগ্রহ চলবে সেপ্টেম্বরের ১, ২০১৭ তারিখ পর্যন্ত। যদি এই সময়ের মধ্যে অনুদান সংগ্রহ না করা যায় তাহলে শিশু-কিশোর প্রজেক্ট চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। তাই শিশু-কিশোর প্রজেক্টকে এগিয়ে নেবার জন্য সাহায্য করুন।

যেভাবে অর্থ প্রদান করতে পারেন :

বাংলাদেশে চালু আছে এমন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অর্থ সহযোগিতা করতে পারেন।

বিকাশ নম্বর : 01763754754 (personal) এবং 01998385202 (personal)
DBBL নম্বর : 017637547548 (personal) এবং 019983852029 (personal)
ব্যাঙ্ক ট্রান্সফার : একাউন্ট নম্বর : 2801479834001
The City Bank
(Nikunja-2 Branch)
Swift Code : CIBLBDDH (if Needed)

সফলভাবে অর্থ প্রেরণ সম্পূর্ণ হলে অনুগ্রহ করে নিচের ফরমটি পূরণ করুন। এতে করে আমাদের একটি তালিকা রাখতে সুবিধা হবে।


যোগাযোগ করুন :
Phone : +8801788107186

৪টি মন্তব্য

হোম