
কাহিনী সংক্ষেপ : এক রাজার দুই রানী। দুও আর সুও। রাজামশায় বাণিজ্য গেলে নিয়ে আসলেন সুওরাণীর জন্য গয়না আর শাড়ী এবং দুওরানীর কথামতো নিয়ে আসলেন বানর ছানা। সেই বানর কী করে রাজার মন ফেরাল বড় রানীর দিকে, কী করে দুওরানীর কোলে এনে দিল সত্যিকারের রাজপুত্র, কী করেই বা হিংসুটে সুওরানীকে ভোগ করাল যাবতীয় পাপের শাস্তি - তাই নিয়েই এক অবাক করা রূপকথা, 'ক্ষীরের পুতুল'। Review: Goodreads
সতর্কতা : বইটি শিশু-কিশোররা পড়বে এটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোনো ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌঁছে দেওয়ার। যদি কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোনো অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপণন করে থাকেন, তবে পরবর্তীতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোনোভাবেই সেই দায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলা ভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।
অসাধারণ
উত্তর দিনমুছুনহয়েছে ইবুকটি।।
উত্তর দিনমুছুনKhuuub valoooo
উত্তর দিনমুছুনভালো বই
উত্তর দিনমুছুনবইটির PDF সংস্করণ আপলোড করবার জন্য অসংখ্য ধন্যবাদ । তবে, এই সুযোগে আরও একটা কথা বলি - 'রাজকাহিনী'র PDF পাওয়া কি যায় ?
উত্তর দিনমুছুন