

সতর্কতাঃ বইটি শিশু-কিশোররা পড়বে এইটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌছে দেওয়ার। যদি কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোন অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপনন করে থাকেন তবে পরবর্তিতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোন ভাবেই সেই দায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলাভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।
"শিশু-কিশোরের" সাথে অনেকদিনের সম্পর্ক।ই-বুকের সাথে পরিচয় হয়েছিল শিশু-কিশোরেরই মাধ্যমে।বইগুলোর মানও অনেক ভালো।ঝকঝকে।যাই হোক এই প্রচেষ্টার জন্য শুভ কামনা!অনেক অনেক শুভেচ্ছা
উত্তর দিনমুছুনধন্যবাদ পাশে থাকবার জন্য। আশাকরছি, আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি শিশু-কিশোরদের জন্য একটি উন্নত লাইব্রেরী তৈরীতে।
মুছুনঅসাধারন এক বই। সবচেয়ে বড় বিষয় হল শিশু-কিশোরের বইয়ের সাইজ কম কিন্তু মান অনেক ভাল। এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে, আশা করি।
উত্তর দিনমুছুনধন্যবাদ পাশে থাকবার জন্য। আশাকরছি, আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি শিশু-কিশোরদের জন্য একটি উন্নত লাইব্রেরী তৈরীতে।
মুছুনআপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য বাংলায় Epub আর mobi বই পাচ্ছি ।
উত্তর দিনমুছুন