বরফ গলা নদী - জহির রায়হান (বাংলা ইপাব)


ডাউনলোড: Epub Or Mobi Or PDF

এই বইটি এখনও তোমাদের উপযোগী হয়নি। কিন্তু তোমরা যারা কিশোর, তারা আর কয়েক বছরের মধ্যে যুবক হয়ে উঠবে। আর তখন এই বইগুলো তোমাদের প্রয়োজন পড়বে। আর এ জন্যই তোমাদের ভবিষ্যতের কথা ভেবে বাংলা সাহিত্যের এই অসামান্য সাহিত্যগুলো পূর্ব থেকেই তৈরী করে রাখছি। ভবিষ্যতে যেন এই বইগুলো খুব সহজেই খুঁজে পাওয়া তার জন্য “যখন বড় হবে” এই বিভাগে বইগুলো রেখে দেওয়া হলো।

রিভিউ: কোনো এক সরু অজানা গলির একপ্রান্তে একটা আস্তর-ওঠা লাল দালানে থাকেন হাসমত আলী ও তার পরিবার। হাসমত আলীর স্ত্রীর নাম সালেহা বিবি। তাদের ছেলে দুইজন, খোকন আর মাহমুদ। মাহমুদ পরিবারের বড় ছেলে। খুব কম বেতনে চাকরী করে একটি পত্রিকা অফিসে। মেয়েদের মধ্যে মরিয়ম সবার বড়, তারপরে হাসিনা এবং সবশেষে দুলু।

হাসমত আলী রিটায়ার করেছেন। পেনশনের সামান্য কিছু টাকা দিয়ে সংসার চলেনা, বড় মেয়ে মরিয়মের টিউশনির টাকা আর বড় ছেলে মাহমুদের চাকরীর সামান্য বেতন মিলিয়ে কোনোরকমে একরকম কষ্টেসৃষ্টে দিন কেটে যায়।

মাহমুদ প্রতিবাদী যুবক। অন্যায়ের সাথে আপোষ করতে পারেনা, মনেপ্রাণে সততার আদর্শকে ধারণ করে। সে চেয়েছিলো একজন আদর্শ সাংবাদিক হবে, লুই ফিশার হবে। এ কারনেই কাজ নিয়েছিলো "মিলন" পত্রিকায়। কিন্তু পত্রিকা অফিসে চাকরী করে এসে সে জানতে পারলো, এখানে টিকতে হলে উপরওয়ালাদের পদলেহন করতে হয়। উপরওয়ালাদের তোষামোদি করে সংবাদ তৈরী করার জন্য সাংবাদিক হতে চায়নি সে। অন্যায়ের সাথে আপোষ করতে না পেরে চাকরী ছেড়ে দেয় সে একসময়।

বড়মেয়ে মরিয়ম এক বড়লোকের বাড়িতে সেলিনা নামের এক মেয়েকে টিউশনি পড়াতো। সেলিনার বড়বোনের দেবর মনসুরের সাথে সেখানেই পরিচয় হয় মরিয়মের। বিশাল বড়লোক মনসুর। একদিন পরিবারের সম্মতিতে মরিয়মের সাথে মনসুরের বিয়েও হয়। তারপর?

আমার মত অনেকেরই হয়তো জহির রায়হানের সাথে পরিচয় হয়েছে মাধ্যমিকের বাংলা সহপাঠ বইয়ের "হাজার বছর ধরে" উপন্যাসের মাধ্যমে। জহির রায়হানের ভক্ত আমি তখন থেকেই। এরপর তাঁর অনেক বই পড়ার সৌভাগ্য হয়েছে। মাঝেমাঝে কিছু মানুষের জন্য বুক থেকে বিশাল দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। জহির রায়হান সেরকমই একজন মানুষ। এরকম প্রতিভাবান মানুষ কত অল্পবয়সেই না আমাদের ছেড়ে চলে গেলেন। এরকম প্রখর মেধাসম্পন্ন চলচ্চিত্র পরিচালক "বাংলাদেশ" এর ইতিহাসে এর আগে আর এসেছিলো? তিনি অকালে মারা না গেলে বাংলাদেশের সংস্কৃতি হয়তো অন্যভাবে লেখা হতো। তাঁর লেখাগুলোও পাঠককে মন্ত্রমুগ্ধের মত আচ্ছন্ন করে রাখতো, রাখে হয়তোবা ভবিষ্যতেও রাখবে। জহির রায়হানের অকাল মৃত্যু এ দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি, অমোচনীয় দাগ।

এবার আসি উপন্যাসের কথায়। কিছু কিছু উপন্যাসের বিশ্লেষণ আমার মত নগন্য মানুষ করতে পারেনা, করা উচিতও না। "বরফ গলা নদী" আমার এ ক্ষুদ্রজীবনে পড়া উপন্যাসগুলোর মধ্যে অন্যতম সেরা। যদি কেউ আমার পড়া সেরা উপন্যাসগুলোর তালিকা করতে বলে, তালিকার উপরের দিকেই থাকবে "বরফ গলা নদী।" উপন্যাসের শেষে এসে অনেকের চোখই যে আর্দ্র হবে, এ নিশ্চয়তা আমি আত্মবিশ্বাসের সঙ্গেই দিতে পারি। এ উপন্যাসের নামকরণও সার্থক হয়েছে পুরোপুরি। মানুষের জীবন তো আসলে বরফ গলা নদীই।

জহির রায়হানের "বরফ গলা নদী" না পড়া পাঠকের জন্য অমার্জনীয়, অমোচনীয় পাপ। বাংলা সাহিত্যের এক মূল্যবান রত্ন "বরফ গলা নদী" সে আপনি স্বীকার করুন আর না ই করুন।

সূত্র: somewhereinblog | শুভ-অশুভ ব্লগ থেকে।

সতর্কতাঃ বইটি শিশু-কিশোররা পড়বে এইটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌছে দেওয়ার। যদি কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোন অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপনন করে থাকেন তবে পরবর্তিতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোন ভাবেই সেই দায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলাভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।

1 টি মন্তব্য

হোম