
সতর্কতাঃ বইটি শিশু-কিশোররা পড়বে এইটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌছে দেওয়ার। যদি কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোন অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপনন করে থাকেন তবে পরবর্তিতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোন ভাবেই সেই দায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলাভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।
বইটি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ননা থাকলে পড়ার ক্ষেত্রে কাজে লাগতো। নতুবা ডাউনলোড করে হার্ডডিস্ক বোঝাই করা ছাড়া আর কিছুই করার থাকেনা বেশিরভাগ পাঠকের...
উত্তরমুছুনএটা যথাযথ উচিৎ কথা বলেছেন। আসলে শিশু-কিশোরদের এই সাইটে যে বইগুলো প্রকাশিত হয় তা সবগুলোই আকারে খুব ছোট। এই বইগুলো উপন্যাস না বলে অনেকটা বড় গল্প বলা যায়। আমি এর পূর্বে এই বইগুলো একটি রিভিউ লেখার চেষ্টা করেছি কিন্তু লিখতে গেলেই দেখি, সবই প্রায় বলে দিতে হচ্ছে। তাই আর রিভিউ লিখিনি। তবে আশাকরি আমাদের তৈরী বই কোনটিই নিরাশ করবে না।
মুছুনপ্রিভিউ'র ব্যবস্থা থাকলে ভালো হয়..।
উত্তরমুছুনব্লগারের জন্য কোন ইপাব প্রিভিউ প্লাগইস খুঁজে পাইনি। ফলে প্রদর্শনের ব্যবস্থাও করতে পারিনি। তবে জানুয়ারিতে যে আমাদের নতুন সাইট উন্মুক্ত হচ্ছে সেখানে প্রিভিউ এর ব্যবস্থা থাকবে।
মুছুনপ্রিভিউ'র ব্যবস্থা থাকলে ভালো হয়..।
উত্তরমুছুনদারুণ
উত্তরমুছুনFeludar golpo gulote onek typing mistake...ato gulo boi er jonno dhonnobad bolleo kom ..apnader prochesta khub valo
উত্তরমুছুন