
সতর্কতাঃ বইটি শিশু-কিশোররা পড়বে এইটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌছে দেওয়ার। যদি কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোন অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপনন করে থাকেন তবে পরবর্তিতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোন ভাবেই সেই দায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলাভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।
Thanks :)
উত্তরমুছুনএটা কবে করলেন দাদা? অসম্ভব একটা সুন্দর কাজ। অজস্র ধন্যবাদ।
উত্তরমুছুনবেশ কিছুদিন আগে। পুরো উপন্যাস সমগ্রটি আমারবই.কম এর জন্য তৈরী করেছিলাম। শ্রীকান্ত কিশোরদের জন্য উপযোগী তাই আলাদা করে তৈরী করেছিলাম। বইয়ের হাটে শেয়ার করিনি। ভাবলাম একই বই দুবার শেয়ার না করি।
মুছুনখুব উপকৃত বোধ করলাম । অজস্র ধন্যবাদ আর শুভেচ্ছা রইল ।। :)
উত্তরমুছুনVery nice
উত্তরমুছুনV
উত্তরমুছুনVery nice
উত্তরমুছুনMany Many thanks
উত্তরমুছুনmobi format ডাউনলোড করতে পারছি না। লেখা আসে the source file doesn’t exist.
উত্তরমুছুনধন্যবাদ।
উত্তরমুছুন