
সতর্কতাঃ বইটি শিশু-কিশোররা পড়বে এইটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌছে দেওয়ার। যদি কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোন অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপনন করে থাকেন তবে পরবর্তিতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোন ভাবেই সেই দায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলাভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।
You may not imagine what you are doing for the new generation. Hats off to you. Awesome.
উত্তরমুছুনবইপড়ার যে আনন্দ সেই আনন্দ আজকাল উঠে যাচ্ছে। মানুষ যন্ত্র কেন্দ্রিক হয়ে উঠছে। তাই আমি নতুন প্রজন্মের জন্য যন্ত্রকেই বেছে নিয়েছি। আমার এই প্রচেষ্টা, তাও যদি নতুন প্রজন্মকে বইমুখী করে! সকলে বই পড়ুক এতেই আমার পরিশ্রম স্বার্থক আর তাতেই আমার আনন্দ।
মুছুনধন্যবাদ
সুন্দর মন্তব্য করে আমার কাজকে আরও উৎসাহিত করবার জন্য