![]() |
প্রচ্ছদি: শিশির শুভ্র |
১. সত্যান্বেষী
৬. চোরাবালি
৭. অগ্নিবাণ
৮. উপসংহার
৯. রক্তমুখী নীলা
১০. ব্যোমকেশ ও বরদা
১১. চিত্রচোর
১৩. চিড়িয়াখানা
ডাউনলোড: Epub Or Mobi Or PDF
১৪. আদিম রিপু
ডাউনলোড: Epub Or Mobi Or PDF
১৫. বহ্নি-পতঙ্গ
ডাউনলোড: Epub Or Mobi Or PDF
ডাউনলোড: Epub Or Mobi Or PDF
১৪. আদিম রিপু
ডাউনলোড: Epub Or Mobi Or PDF
১৫. বহ্নি-পতঙ্গ
ডাউনলোড: Epub Or Mobi Or PDF
সতর্কতাঃ বইটি শিশু-কিশোররা পড়বে এইটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌছে দেওয়ার। যদি কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোন অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপনন করে থাকেন তবে পরবর্তিতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোন ভাবেই সেই দায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলাভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তবে এই প্রজেক্টকে আরো অনেকটা এগিয়ে নেবার জন্য আমাদের সাহায্য করতে পারেন। কোন ডোনেশন চাই না আমরা। আপনার দেওয়া অর্থর জন্য আমরাও কিছু দিতে চাই আপনাদের।
অনুগ্রহ করে www.dlobl.org তে অংশগ্রহণ করুন। অংশগ্রহণ ফি প্রতিমাসে মাত্র ৩০ টাকা। যার বিনিময়ে আপনি প্রতিমাসে পাবেন বড়দের উপযোগী ৪ (চারটি) বই। আপনার দেওয়া এই অর্থ দিয়ে তৈরী হবে শিশু-কিশোরদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ। প্রতিমাসের মাত্র ৩০ টাকাই দিতে পারে শিশুদের জন্য একটি নিরাপদ ইন্টারনেট দুনিয়া। আমরা এগিয়ে যাচ্ছি। আপনিও আমাদের এই পথচলায় সামিল হোন। সকলে মিলে এগিয়ে চললে, আমাদের পথচলা মসৃণ হবে। আমরা মনে সাহস পাবো।
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তবে এই প্রজেক্টকে আরো অনেকটা এগিয়ে নেবার জন্য আমাদের সাহায্য করতে পারেন। কোন ডোনেশন চাই না আমরা। আপনার দেওয়া অর্থর জন্য আমরাও কিছু দিতে চাই আপনাদের।
অনুগ্রহ করে www.dlobl.org তে অংশগ্রহণ করুন। অংশগ্রহণ ফি প্রতিমাসে মাত্র ৩০ টাকা। যার বিনিময়ে আপনি প্রতিমাসে পাবেন বড়দের উপযোগী ৪ (চারটি) বই। আপনার দেওয়া এই অর্থ দিয়ে তৈরী হবে শিশু-কিশোরদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ। প্রতিমাসের মাত্র ৩০ টাকাই দিতে পারে শিশুদের জন্য একটি নিরাপদ ইন্টারনেট দুনিয়া। আমরা এগিয়ে যাচ্ছি। আপনিও আমাদের এই পথচলায় সামিল হোন। সকলে মিলে এগিয়ে চললে, আমাদের পথচলা মসৃণ হবে। আমরা মনে সাহস পাবো।
আগে লোড করতে অসুবিধা হচ্ছিল, এখন সবগুলো করে নিলাম।
উত্তর দিনমুছুনধন্যবাদ।।
একটি মানুষ বইকে কতখানি ভালবাসলে এই অমানু্ষিক পরিশ্রম করতে পারেন?
উত্তর দিনমুছুনশ্রী শিশির শুভ্রকে অজস্র ধন্যবাদ। ৭টা গল্পই কিন্ডলে ডাউনলোড করেছি। অপূর্ব ফরম্যাটিং। বাকি গল্প গুলোর আশায় থাকলাম।
উত্তর দিনমুছুনI second Utpal.
উত্তর দিনমুছুন.mobi হয়তো পাওয়া যায়। অথচ অনেক সময়ই সেগুলো kindle ফরমাট-এ হয় না । শ্রী শিশির শুভ্রর বই গুলো পারফেক্টলি ফিট করে । অনেক ধন্যবাদ ।
আমরা চেষ্টা করেছি সবগুলো ডিভাইসে বই পড়ার সুযোগ তৈরী করার জন্য। যদি কিন্ডেলে বাংলা ভাষার সাপোর্ট নেই তবুও আমরা ভিন্ন উপায়ে বাংলা সাপোর্ট দিয়ে যাচ্ছি। কখনও কখনও দু একটা জায়গায় যুক্তবর্ণ ভেঙে। তেব আমাজন যদি কিন্ডেলে বাংলা পুরোপুরি দেয় তবে বাংলাতে মোবি ফরম্যাটের বই পড়ার আনন্দ আরও একটু বেড়ে যাবে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য
মুছুনআপনার এ কাজ কে সঠিকভাবে মূল্যায়ন করার ক্ষমতা বা ভাষা জানা নেই।
মুছুনঅশেষ ধন্যবাদ দাদা।
Lithium reader diye epub gula porte besi moja
মুছুনখুবই ভালো উদ্যোগ। ব্যোমকেশের বাকি গল্পগুলোও আপলোড করুন।
মুছুনআল্লাহ তা'য়ালা আপনার জীবন খুশিতে ভরিয়ে দিন। আমিন।। ।
উত্তর দিনমুছুনSisir Suvro ke osesh dhonyobad janai ..... ki kore mobi format e banate hoi, prakriya ta janale amrao apnake ai mahat prokolpe jotota sombhob sahajjo korte pari.....
উত্তর দিনমুছুনআমাদের বইয়ের হাট নাকে একটি গ্রুপ আছে সেখানে অংশগ্রহন করলে আপনি ইপাব বা মোবি বই তৈরী করা সম্পর্কিত টিউটোরিয়ালগুলো পাবেন।
মুছুনhttps://www.facebook.com/groups/boierhut/
আলাদা দেয়াতে সুবিধা হলো, একত্রে সাইজ বড় হয়ে গেলে কম কনফিগারেশন এর ডিভাইস হ্যাং হতো....।
উত্তর দিনমুছুনএবারে দেওয়ার সামর্থও ছিল না। অনেক বড় বই পড়ে শেষ করতেও বেশ সময় লাগে। তাছাড়া আলাদা করে দেবার ফলে পাঠকদের যেমন সুবিধা হচ্ছে আমার উপরেও পরিশ্রমের চাপটা কমে যাচ্ছে। আনন্দে কাটুক আপনার বই পড়ার মুহুর্তগুলো।
মুছুনLink for no. 12-17 is not working.Kindly solve this problem.
উত্তর দিনমুছুনএই নম্বরগুলোতে লিঙ্ক দেওয়াই নেই। লিঙ্ক দেওয়া থাকলে তার রং ভিন্ন রকম হবে। এইগুলো বই আপকামিং.... বই তৈরী হলে লিঙ্ক যুক্ত করে দেওয়া হবে।
মুছুনধন্যবাদ
@sisir_da 12-17 obdhi golpo gulo r link ki kono karone kaaj korche na?
উত্তর দিনমুছুনদাদা সম্পূর্ণ শেষ হলে একটা ভলিউম করে দেবেন প্লিজ। এটা আমার সবচেয়ে প্রিয় গোয়েন্দা সিরিজ। সবসময় মোবাইলে রেখে রিভিশন দিব। :)
উত্তর দিনমুছুনআপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
একটা ভলিউম অনেক বড় হয়ে যাবে। তবে একটিতে না হলেও ৩৩ গল্পের জন্য মোট ৪টি ভলিউম হবে। ভলিউম আকারে গল্পগুলো আগামী ফেব্রুয়ারী মাস থেকে www.dlobl.org এই সাইটে পাবেন।
মুছুনধন্যবাদ
বাচ্চাদের ডিভাইসগুলিতে ডাউনলোড করে দিয়ে তাদের বই পড়ার অভ্যাস তৈরী করে দিলাম। আপনার নাম আমার ব্যক্তিগত ডাইরীতে অবিস্মরণীয় হয়ে রইল শিশিরবাবু।
উত্তর দিনমুছুনবাচ্চাদের ডিভাইসগুলিতে ডাউনলোড করে দিয়ে তাদের বই পড়ার অভ্যাস তৈরী করে দিলাম। আপনার নাম আমার ব্যক্তিগত ডাইরীতে অবিস্মরণীয় হয়ে রইল শিশিরবাবু।
উত্তর দিনমুছুনবইগুলো ভালো. পরের বইগুলো কবে আসবে?
উত্তর দিনমুছুনএতো ভালো ভালো বই এর জন্যে অনেক অনেক ধন্যবাদ. বিদেশ এ বসে ছোটবেলা তে পড়া বই গুলো আবার পরে ছোটবেলায় ফিরে গিয়েছিলাম আপনার শিশু কিশোর সাহিত্য এর বইগুলো পড়ে.
উত্তর দিনমুছুনদয়া করে শরদিন্দু অমনিবাস - চতুর্থ খন্ড অর্থাৎ কিশোর খণ্ডের গল্পগুলি দেবেন?
উত্তর দিনমুছুনদয়া করে শরদিন্দু অমনিবাস - চতুর্থ খন্ড অর্থাৎ কিশোর খণ্ডের গল্পগুলি দেবেন?
উত্তর দিনমুছুনচেষ্টা করব। আমাদের এখনও ব্যোমকেশ শেষ হয়নি। ওটা দেওয়া হলেই অন্যান্য গুলো শুরু করব।
মুছুনThank you very much for your effort!
উত্তর দিনমুছুনKindle e bangla Font change korar kono byabostha kora jay ki? ami apnar upload kora ei boi gulo .azw3 format e covert kore "kalpurush.ttf" font ti embed kore, kindle e "publishers font" option ta select korechhilam, tate juktakkhor gulo thik thak rendered hochchhe na. ar apnake dhonyobaad ei sob boi guli mobi te upload korar jnyo, kichhu kichhu jaygay banan vul achhe, but seta understandable.
উত্তর দিনমুছুনEpub guli ke calibre software er madhyome .kfx format e convert korun. .azw3 format e bangla font thik thak rendered hoyna. But .kfx e hoy. Jekono .ttf bangla font ei possible.
মুছুনআপনাদেরকে ধন্যবাদ !
উত্তর দিনমুছুনঅসংখ্য ধন্যবা।
উত্তর দিনমুছুনধন্যবাদ
উত্তর দিনমুছুন