
গল্পসংক্ষেপ: ভাল্লু সার্কাসের ভাল্লুক ছিল। তার মালিক তাকে দিয়ে খেলা দেখাত। ভাল্লু খুব ভাল নাচতে পারত। ঢোলে বাদ্য বেজে উঠলেই তার শরীর চনমন করে উঠত নাচার জন্য। কিন্তু একটিন ভাল্লুর মালিক মারা গেল আর তার জায়গা হলো চিড়িয়াখানাতে। সেখানেও কোন সমস্যা ছিল না। অন্তত খাওয়া দাওয়ার তো কোনই সমস্যা ছিল না। কিন্তু ভাল্লুর মনের মধ্যে সবসময় হিমালয়ের স্বপ্ন ঘুরপাক খেত। সয়নে স্বপনে সে শুধুই হিম পাহাড়ের স্বপ্ন দেখত। একদিন ভাল্লু সুযোগ পেয়ে চিড়িয়াখানা থেকে পালাল। তোমরা বুঝতেই পারছ একটা বড়সড় ভাল্লুক রাস্তায় বেরুলে মানুষদের অবস্থা কেমন হবে। চারদিকে শুধু পালাও বাঁচাও রব। এরই ভিড়ে ভাল্লু চলল তার স্বপ্নের গন্তব্যের দিকে। চলার পথেও ঘটে গেল অনেক ঘটনার ঘনঘটা। ভাল্লু কি পারবে তার ঘরে অর্থাৎ হিমালয়ের হিম দেশে ফিরে যেতে? নাকি তাকে আবার বন্দী হয়ে চিরিয়াখানায় ফিরে আসতে হবে?
সতর্কতাঃ বইটি শিশু-কিশোররা পড়বে এইটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌছে দেওয়ার। যদি কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোন অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপনন করে থাকেন তবে পরবর্তিতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোন ভাবেই সেই দায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলাভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।
Excellent book! Many many thanks to you.
উত্তরমুছুন