
সতর্কতাঃ বইটি শিশু-কিশোররা পড়বে এইটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌছে দেওয়ার। যদি কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোন অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপনন করে থাকেন তবে পরবর্তিতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোন ভাবেই সেই দায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলাভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।
sundor chapai aar porar anando daarun. Kintu er pechhone apnaar mehonot ke koornosh janai.
উত্তর দিনমুছুনধন্যবাদ দাদা। বই পড়ার অভ্যাস মানুষ হারিয়ে ফেলছে। কোন ব্যক্তি যদি আমার এই পরিশ্রমের কারনে পাঠক হয়ে ওঠে তাহলেই আমার পরিশ্রম স্বার্থক।
মুছুনশীর্ষেন্দুর বইয়ের অপেক্ষায় থাকি সবসময়। আরো বই আপলোড করেন প্লিজ।
উত্তর দিনমুছুনঅদ্ভুতুড়ে সিরিজের গল্প গুলো আমার দারুণ লাগে.
উত্তর দিনমুছুনযেখানেই পাই পড়ে ফেলি.অনেক ধন্যবাদ.