
সতর্কতাঃ বইটি শিশু-কিশোররা পড়বে এইটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌছে দেওয়ার। যদি কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোন অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপনন করে থাকেন তবে পরবর্তিতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোন ভাবেই সেই দায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলাভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।
বইয়ের সাথে একটু রিভিউ দিলে বেশি ভালো হয়
উত্তরমুছুনপুতুলনাচের ইতিকথার মধ্যে বহু বানান ভুল রয়েছে।যদি একটু proof চেক করে নেন তাহলে ভাল হয়।প্রয়াসকে সাধুবাদ জানাই আরও অনেক বই চাই এই ফরম্যাটে।কিন্তু বানান আর punctuation(বাংলা প্রতিশব্দটি কিছুতেই এই মুহূর্তে মনে পরছে না) এর দিকে একটু নজর দিন কারণ ভুল বানান বারবার চোখে পরলে শিশুদের বানান শিখতে ও ধাতস্থ হতে বেগ পেতে হবে যা একেবারেই কাম্য নয়।
উত্তরমুছুনধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আমরা এদিকে বিশেষ নজর রাখব।
উত্তরমুছুন