চাঁদের পাহাড় - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (বাংলা ইপাব)




ডাউনলোড: Epub Or Mobi Or PDF

সতর্কতাঃ বইটি শিশু-কিশোররা পড়বে এইটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌছে দেওয়ার। যদি কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোন অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপনন করে থাকেন তবে পরবর্তিতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোন ভাবেই সেই দ্বায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলাভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।

৫টি মন্তব্য

  1. ekebare sheshe shankar er uddeshye lekha chithi ta thakle valo hoto

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি যে বই থেকে নিয়েছি সেখানে এতটুকুই ছিল। সম্ভবত সিঙ্গেল বইয়ে শংকরের চিঠি ছিল। আমি রচনাসমগ্র থেকে এই উপন্যাসটি নিয়েছি বলেই হয়তো শেষে চিঠিটা বাদ পড়ে গেছে।

      মুছুন
    2. রচনাসমগ্র-এ শেষ চিঠিটা আছে। এটি প্রথম সংস্করণ। কিছু পুরোনো বানান এতে আছে। ছ’টারভোঁ বাজলে, অধির ইত্যাদি কিছু ছাপার ভুলও আছে। রচনাসমগ্র-এর বানান পদ্ধতি হালের। দেখি ওটা দিতে পারি কিনা।

      মুছুন

হোম