
সতর্কতাঃ বইটি শিশু-কিশোররা পড়বে এইটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌছে দেওয়ার। যদি কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোন অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপনন করে থাকেন তবে পরবর্তিতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোন ভাবেই সেই দ্বায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলাভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।
Thanks a lot guys..I like you. :)
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ।
মুছুনখুব ভালো। আপনারা Homepage -এ সূচিপত্র দিলে পাঠকদের সুবিধা হবে। (লেখকের নাম অনুসারে)
উত্তরমুছুনধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। গল্পের জন্য কোন সূচিপত্র এখনও তৈরী করা হয়নি। আমাদের বেশ কিছু বিভাগ এখনও তৈরী করা হয়নি। এখন শিশু-কিশোরে গল্প ও বই মিলিয়ে সংখ্য প্রায় ১৯০০। মোটামুটি ৩০০০টি হলেই আমরা একটি তালিকা তৈরী করব। তবে Epub বইয়ের সূচিপত্র মেনুতে আছে। ওখানে ক্লিক করলেই এ পর্যন্ত আমাদের তৈরী সবগুলো ইপাব এর একটি তালিকা পেয়ে যাবেন।
মুছুন