ভৌতিক গল্প সংকলন-১ Created By shishukishor.org



সতর্কতাঃ বইটি শিশু-কিশোররা পড়বে এইটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌছে দেওয়ার। যদি কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোন অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপনন করে থাকেন তবে পরবর্তিতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোন ভাবেই সেই দ্বায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলাভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।

৬টি মন্তব্য

  1. উত্তরগুলি
    1. খুব বেশি সংগ্রহে নেই। আমরা শিশুতোষ পত্রিকা এখনও আপলোড করা শুরু করিনি। যখন আপলোড শুরু হবে তখন অবশ্যই চাঁদমামা পত্রিকাও পাবেন। অপেক্ষায় থাকুন... আর বর্তমানে আলোডকৃত গল্পগুলো পড়তে থাকুন।

      মুছুন
  2. দ্বিতীয় খন্ডটাও আপলোড করবেন দয়া করে। তবে তাড়াহুড়োর প্রয়োজন নেই। ধীরেসুস্থেই করুন। অপেক্ষায় থাকব।

    উত্তরমুছুন
  3. উত্তরগুলি
    1. ২য় খণ্ড তৈরী করলেই হবে। তবে পরে আর তৈরী করা হয়নি।

      মুছুন

হোম