
সতর্কতাঃ বইটি শিশু-কিশোররা পড়বে এইটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌছে দেওয়ার। যদি কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোন অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপনন করে থাকেন তবে পরবর্তিতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোন ভাবেই সেই দ্বায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলাভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।
PDF ফরম্যাট চাই - epub কে use করে ???
উত্তরমুছুনইপাব বই পিডিএফ বইয়ের চেয়ে ভাল। আপনি যে পিডিএফ রিডার দিয়ে পিডিএফ বই পড়েন তেমনি ইপাব বই ইপাব রিডার দিয়ে পড়া যায়।
উত্তরমুছুনচমতকার কাজ করেছেন। অনেক অনেক ধন্যবাদ ।
উত্তরমুছুনআপনি অসাধারন মানুষ
উত্তরমুছুনEpub use kore dekhesen kokhono.Epub er chahida onek beshi hote parto,kintu banglai temon kono epub nai.tai onekei epub ki er kaj kemon ei shomporke janei na.
উত্তরমুছুনEpub/Mobi version er shathe PDF na thakle kaj oshompurno theke jae...amar jana mote pathok goner ekti boro ongsho pdf read kore thaken...eishob pathokder jonne epub to pdf conversion ekti boro shomosha....conversion er khetre quality same rakha darun challenging...ami pdf reader der pokho theke onurodh korbo onno version er shathe shate boigulir pdf version o upload kora houk...dhonnobad
উত্তরমুছুনআমি যখন সাইটটি শুরু করি ঠিক সেই সময়ে আপলোড করা বইগুলোর মধ্যে এটি। তখন মনে হয়েছিল পিডিএফ যখন সবাই পড়ে তখন ভিন্নকিছুর স্বাদ দেওয়ার চেষ্টা করি। তাই তখন ইচ্ছে করেই আর পিডিএফ না রেখে ইপাব ও মোবি ফাইল রেখেছিলাম। তবে বর্তমানে এখন সবগুলো বইয়ের তিনটি ফরম্যাটে পাওয়া যায়। শুধুমাত্র কিশোর পত্রিকাগুলো পিডিএফ এ পাওয়া যায়।
মুছুনধন্যবাদ
আপনার পরামর্শের জন্য