পাতালঘর - শীর্ষেন্দু মুখোপাধ্যায় (অদ্ভুতুড়ে - ২০)


ডাউনলোড : Epub Or Mobi

সতর্কতাঃ বইটি শিশু-কিশোররা পড়বে এইটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌছে দেওয়ার। যদি কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোন অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপনন করে থাকেন তবে পরবর্তিতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোন ভাবেই সেই দ্বায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলাভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।

৫টি মন্তব্য

  1. উত্তরগুলি
    1. সাধারনত ইংরেজী ইপাব যেভাবে তৈরী করে আমরা সেই পদ্ধতিই বেছে নিয়েছি। আমরা অবশ্যই শেখাব কি করে ইপাব বই তৈরী করতে হয়। কিছুটা দিন সময় লাগবে এই আর কি!

      মুছুন
  2. আপনি যে এতো পরিশ্রম করছেন, সেটা ভেবে অবাক হই বলতে পারেন । ধন্যবাদ ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পরিশ্রম করছি পাঠকদের জন্য। পাঠকরা যে বই পড়ে সেইটেই আমাদের উদ্দেশ্য। ইদানিং বাঙালিদের মধ্যে বই পড়ার অভ্যাসটা অনেকটা বিলাসিতায় পরিনত হয়েছে যা আমরা সর্বজন করতে চাইছি। আমি যেহেতু ছোটদের নিয়ে কাজ করছি তাই আমার কাছে ছোটরাই আগামী দিনের যোগ্য পাঠক। তাই তাদের জন্য সবটুকু করতে চাই আমি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

      মুছুন

হোম