
সতর্কতাঃ বইটি শিশু-কিশোররা পড়বে এইটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌছে দেওয়ার। যদি কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোন অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপনন করে থাকেন তবে পরবর্তিতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোন ভাবেই সেই দ্বায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলাভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।
Bhaiya lekhar sathe boitar chotto description thakle bhalo hoi
উত্তর দিনমুছুনBhaiya lekhar sathe boitar chotto description thakle bhalo hoi
উত্তর দিনমুছুনঅদ্ভুতুরে সিরিজের বইগুলো কিশোর সাহিত্যের এক অসামান্য সৃষ্টি। যে এই বই গুলো পাবে সে আর অপেক্ষা না করে পড়তে শুরু করবে। স্বীকার করছি, একটি সংক্ষিপ্ত বিবরন দেওয়া উচিৎ ছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে ওসিআর এবং প্রুভ রিডিং করার পর আর ধৈর্য্যে কুলোয়নি।
মুছুন