পাগলা সাহেবের কবর - শীর্ষেন্দু মুখোপাধ্যায় (অদ্ভুতুড়ে - ০৯)




কাহিনী সংক্ষেপ : পড়াশুনায় মন ছিল না হরিবন্ধুর। সবাই ধরে নিয়েছিল, ওই গবেট ছেলেকে দিয়ে কিস্যু হবার নয়। ক্লাস সেভেনে তিন-তিনবার ফেল-করা হরিবন্ধুকে তাই পাঠানো হলো সাঁওতাল পরগনার মোতিগঞ্জের একটা ইস্কুলে। এমনিতে ভারী স্বাস্থ্যকর জায়গা মোতিগঞ্জ। লেখাপড়ায় অমনোযোগী ছেলেদের মতি ফেরাতে ইস্কুলটারও খুব নামডাক। কিন্তু মোতিগঞ্জের আকাশে-বাতাসে অদ্ভুত এক কিংবদন্তী। দয়ালু এক পাগলা-সাহেব সেই কবে খুন হয়েছিলেন ডাকাতের হাতে। সেই সাহেবের গলায় নাকি লাখ-লাখ টাকা দামের একটা মাদুলি রয়েছে। মাদুলিসুদ্ধ পাগলা-সাহেবকে খুব গোপন একটা কবরে সমাহিত করা হয়েছিল। পাগলা-সাহেবের সেই কবর খুঁজে বেড়ায় নানান লোক।
হরিবন্ধুও কীভাবে জড়িয়ে পড়ল এই কবর-খোঁজার ব্যাপারে, কেমন করে খুঁজে পেল পাগলা-সাহেবের ঠিকানা, দারুণ রেজাল্ট করে কী করে ইস্কুলে পেল ডবল প্রোমোশন— তাই নিয়েই অদ্ভুতুড়ে গল্পের রাজা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে এই দুর্দান্ত কৌতূহলকর উপন্যাস।


ডাউনলোড : Epub Or Mobi Or PDF


অদ্ভুতুড়ে সিরিজের পূর্ববর্তী বই : হিরের আংটি (অদ্ভুতুড়ে - ০৮)
অদ্ভুতুড়ে সিরিজের পরবর্তী বই : হারানো কাকাতুয়া (অদ্ভুতুড়ে - ১০)


সতর্কতা : বইটি শিশু-কিশোররা পড়বে এটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোনো ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌঁছে দেওয়ার। যদি কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোনো অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপণন করে থাকেন, তবে পরবর্তীতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোনোভাবেই সেই দায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলা ভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

হোম