পটাশগড়ের জঙ্গলে - শীর্ষেন্দু মুখোপাধ্যায় (অদ্ভুতুড়ে - ১২)




ডাউনলোড : Epub Or Mobi


সতর্কতা : বইটি শিশু-কিশোররা পড়বে এটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোনো ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌঁছে দেওয়ার। যদি কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোনো অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপণন করে থাকেন, তবে পরবর্তীতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোনোভাবেই সেই দায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলা ভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।

২টি মন্তব্য

  1. শীর্ষেন্দুর অদ্ভুতুড়ে সিরিজ কেবল বাচ্ছাদের নয়, বড়দেরও সমান ভাল লাগে। এ বইয়ের HQ পিডিএফ বেরিয়েছে অনেক আগেই। কিন্তু ইপাব বানানো হয়নি। শক্ত কাজ এবং আধুনিক কাজ। বাংলায় ছোটদের এপাব এই গ্রুপের হাত ধরে আসুক - আমার শুভেচ্ছা রইল।

    উত্তরমুছুন

হোম