
বই সম্পর্কে : শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, কিশোর থেকে প্রবীণ সকলের ভালো লাগার মালমশলা আছে তাঁর লেখনীতে। সেই সিরিজের চতুর্থ বই হলো নৃসিংহ রহস্য।
অদ্ভুতুড়ে সিরিজের পূর্ববর্তী বই : হেতমগড়ের গুপ্তধন (অদ্ভুতুড়ে - ০৩)
অদ্ভুতুড়ে সিরিজের পরবর্তী বই : বক্সার রতন (অদ্ভুতুড়ে - ০৫)
সতর্কতা : বইটি শিশু-কিশোররা পড়বে এটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোনো ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌঁছে দেওয়ার। যদি কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোনো অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপণন করে থাকেন, তবে পরবর্তীতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোনোভাবেই সেই দায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলা ভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।
==================================================
যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লেগে থাকে, তবে এই প্রজেক্টকে আরো অনেকটা এগিয়ে নেবার জন্য আমাদের সাহায্য করতে পারেন। কোনো ডোনেশন চাই না আমরা। আপনার দেওয়া অর্থের বিনিময়ে আমরাও কিছু দিতে চাই আপনাকে।
অনুগ্রহ করে www.dlobl.org-এ অংশগ্রহণ করুন। অংশগ্রহণ ফি প্রতি মাসে মাত্র ৩০ টাকা। যার বিনিময়ে আপনি প্রতি মাসে পাবেন বড়দের উপযোগী ৪ (চারটি) বই। আপনার দেওয়া এই অর্থ দিয়ে তৈরি হবে শিশু-কিশোরদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ। প্রতি মাসের মাত্র ৩০ টাকাই দিতে পারে শিশুদের জন্য একটি নিরাপদ ইন্টারনেট দুনিয়া। আমরা এগিয়ে যাচ্ছি। আপনিও আমাদের এই পথচলায় সামিল হোন। সকলে মিলে এগিয়ে চললে, আমাদের পথচলা মসৃণ হবে। আমরা মনে সাহস পাব।
ধন্যবাদান্তে—
শিশির শুভ্র
শিশির শুভ্র
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন