গোঁসাইবাগানের ভূত - শীর্ষেন্দু মুখোপাধ্যায় (অদ্ভুতুড়ে - ০২)




কাহিনী সংক্ষেপ : বার্ষিক পরীক্ষায় অঙ্কে ১৩ পাওয়াতে বুরুনের খুব মন খারাপ। বাড়িতেও বাবা অনেক বকেছে। ছোট দুই ভাই-বোন কথা বলে না। চাকর তার কোনো ফরমাশ শোনে না। এমনকি পোষা ময়নাটা পর্যন্ত বুরুনকে ক্ষেপায়। মনের দুঃখে বুরুন বাড়ি থেকে বেরিয়ে গোঁসাইবাগানের দিকে হাঁটতে থাকে।
গোঁসাইবাগানে ভয়ে কেউ যায় না। নানারকম কাঁটাঝোপ ও জন্তু জানোয়ারে ভর্তি। তাছাড়া ভূতের উপদ্রবও শোনা যায়। বুরুনের মন এত খারাপ ছিল যে, তার মধ্যে ভয়-ডর ছিল না তখন। জন্তু জানোয়ার মেরে ফেললে ফেলবে। গাছ থেকে পড়ে গেলে যাবে। কোনও কিছুকেই পরোয়া করছে না বুরুন।
মাঝ জঙ্গলে হঠাৎ নিধিরাম ভূত এসে হাজির। কিন্তু তাকে দেখে বুরুন মোটেও ভয় পায় না। নিধিরাম ভূত নিজের মুন্ডু খুলে বুরুনের সামনে ধরে, হাত পা খুলে আলাদা করে দেখায়, অদৃশ্য হয়ে আবার দৃশ্য হয়ে দেখায়। কিন্তু কিছুতেই বুরুন ভয় পায় না। এরকম পুঁচকে একটা ছেলেকে ভয় দেখাতে না পেরে নিধিরাম ভূত চিন্তিত। ভূত সমাজে ইজ্জত থাকবে না। সবাই ক্ষেপাবে। উপায় না দেখে বুরুনকে অনুরোধ করে ভয় পেতে। লক্ষ্মীসোনা বুরুন একটু ভয় খাও, নয়তো ভূতের সর্দার আমার মুন্ডু কেড়ে নেবে। নিচু জাতের মামদোভূতের সাথে বাস করতে হবে আমাকে। তোমার সব কাজ আমি করে দেব, তাও একটু ভয় পাও। বুরুন উত্তর দেয়, আচ্ছা আমার কাজ করে দাও, ভয় পাই কিনা সে দেখা যাবে’খন।
এরপর থেকে বুরুন নিধিরাম ভূতের সাহায্যে জটিল কঠিন অঙ্ক নিমিষেই কষে ফেলে। ইংরেজি ট্রান্সলেশন সবার আগে করে ফেলে। ক্রিকেট খেলায় ডবল সেঞ্চুরি করে। প্রতিপক্ষকে ১.৪ ওভারে অলআউট করে ফেলে। ক্রীড়া প্রতিযোগিতায় সব খেলায় ফার্স্ট হয়।
এদিকে গুজব শোনা যাচ্ছে হাবু গুন্ডা জেল থেকে ছাড়া পাচ্ছে। এই এলাকার দুর্ধর্ষ ডাকাত ছিল হাবু। মন্ত্রবলে ভূতেদের দিয়ে কাজ করাতো। বাঘ বশ করে বাঘের পিঠে চলাফেরা করত। সেই হাবু গুন্ডাকে ধরতে এসে তিনজন দারোগা ভয়ে বদলি নিয়ে চলে যায়। চতুর্থ দারোগা সাহসী ছিল। সে বুরুনের দাদা রামবাবুর সাহায্যে কৌশলে হাবুকে ধরে ফেলে। কোর্টে রামবাবু সাক্ষী দেন। হাবু বের হলেই রামবাবুর বিপদ, প্রতিশোধ নেবে হাবু। এদিকে নিধিরাম ভূতও ভয়ে অস্থির। হাবু আবার আসলে, মন্ত্র দিয়ে তাদের বেঁধে যা ইচ্ছা তাই করিয়ে নেবে।
অবশেষে বেরুলো হাবু। এলাকায় বাঘের গর্জন শোনা যেতে লাগল। হোলির দিন রঙ খেলতে গিয়ে আর ফিরল না বুরুন। তবে কি বুরুনকে হাবু আটকে রেখেছে? নিধিরাম ভূত কি কোনোভাবে সাহায্য করতে পারবে না বুরুনকে?

রিভিউটি বইপোকাদের আড্ডাখানা নামক ফেসবুক গ্রুপ থেকে সংগ্রহ করা হয়েছে। রিভিউ লিখেছেন : মাসুম আহমেদ আদি


ডাউনলোড : Epub Or Mobi Or PDF


অদ্ভুতুড়ে সিরিজের পূর্ববর্তী বই : মনোজদের অদ্ভুত বাড়ি (অদ্ভুতুড়ে - ০১)
অদ্ভুতুড়ে সিরিজের পরবর্তী বই : হেতমগড়ের গুপ্তধন (অদ্ভুতুড়ে - ০৩)


সতর্কতা : বইটি শিশু-কিশোররা পড়বে এটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। এখানে আমার কোনো ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি শুধু চেষ্টা করেছি সবচেয়ে সহজ উপায়ে একটি বই শিশু-কিশোরদের মাঝে পৌঁছে দেওয়ার। যদি কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কোনো অসৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই বইটি ডাউনলোড করে থাকেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রস্তুত ও বিপণন করে থাকেন, তবে পরবর্তীতে কপিরাইট সংক্রান্ত সমস্ত দায়ভার ডাউনলোডকারীর। কোনোভাবেই সেই দায়ভার শিশু-কিশোর.অর্গ বহন করবে না। সুতরাং বই ডাউনলোড করুন, শেয়ার করুন, নিজে আলোকিত হোন, অন্যকে আলোকিত করুন। বাংলা ভাষায় সাহিত্য বিস্তারে শিশুদের মধ্যে অনুপ্রেরণা জাগান।


==================================================


যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লেগে থাকে, তবে এই প্রজেক্টকে আরো অনেকটা এগিয়ে নেবার জন্য আমাদের সাহায্য করতে পারেন। কোনো ডোনেশন চাই না আমরা। আপনার দেওয়া অর্থের বিনিময়ে আমরাও কিছু দিতে চাই আপনাকে।
অনুগ্রহ করে www.dlobl.org-এ অংশগ্রহণ করুন। অংশগ্রহণ ফি প্রতি মাসে মাত্র ৩০ টাকা। যার বিনিময়ে আপনি প্রতি মাসে পাবেন বড়দের উপযোগী ৪ (চারটি) বই। আপনার দেওয়া এই অর্থ দিয়ে তৈরি হবে শিশু-কিশোরদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ। প্রতি মাসের মাত্র ৩০ টাকাই দিতে পারে শিশুদের জন্য একটি নিরাপদ ইন্টারনেট দুনিয়া। আমরা এগিয়ে যাচ্ছি। আপনিও আমাদের এই পথচলায় সামিল হোন। সকলে মিলে এগিয়ে চললে, আমাদের পথচলা মসৃণ হবে। আমরা মনে সাহস পাব।

ধন্যবাদান্তে—
শিশির শুভ্র

৩টি মন্তব্য

  1. আপনাদের উদ্দেশ্যকে সাধুবাদ জানাই :)

    উত্তরমুছুন
  2. রিভিউ লিখলে কীভাবে পোস্ট করবো?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. কমেন্টে লিখে দিলেই হবে। ভাল রিভিউ হলে আমি সেটি মূল পোষ্টের নিচে যুক্ত করে দিবো।

      মুছুন

হোম